শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য সরকারের কাছ থেকে নেওয়া সুদমুক্ত ঋণ ডিসেম্বরের মধ্যে ফেরত দিতে হবে। না হলে শিল্প কারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ঋণ আদায়ে পলাতক মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগের পাশাপাশি প্রয়োজনে মালিক ও প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত রাখা হবে বলেও তিনি জানান। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বুধবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভায় এ হুঁশিয়ারি দেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, বিজিএমইএ-এর সভাপতি এবং সংশ্লিষ্ট ঋণগ্রহীতা কারখানার মালিকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে সরকার বার্ডস গ্রুপ, টিএনজেড...