জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্প্রতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ভোট শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেছে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস। এই ভিডিও চিত্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় পেজে প্রকাশ করা হয়েছে।আরো পড়ুন:জাকসুর ভোট শুরুজাকসু নির্বাচন: ‘উৎসবে’ হবে অবসান তেত্রিশ বছরের অপেক্ষার জাকসু নির্বাচন: ‘উৎসবে’ হবে অবসান তেত্রিশ বছরের অপেক্ষার অন্যবারের তুলনায় এবার জাকসুতে ব্যালটের আকার বেড়েছে। জাকসুর জন্য তিন পৃষ্ঠার এবং দুটি হলের জন্য দুই পৃষ্ঠার এবং বাকি হলগুলোর জন্য এক পাতার ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটার তার সুবিধামত সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। ভোটার তালিকায় প্রদত্ত ছবির সঙ্গে চেহারা মিলিয়ে এবং অন্যান্য তথ্য যাচাই করে...