নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা। দেশে ফেরার অপেক্ষায় সবাই। শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরবে। বাফুফে অনেক চেষ্টা করে অবশেষে দলকে ফিরিয়ে আনছে। এর আগে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ বলেন, ‘আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।’ এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। বুধবারও টিম হোটেলে সবাই ঘাম ঝরিয়েছেন। বাংলাদেশ দলের সবশেষ অবস্থার তথ্য জানিয়ে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বেলা ১১টা থেকে টিম হোটেলে জিম সেশন করেছে। দল নিরাপদে রয়েছে। খেলোয়াড়রা...