নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা-খুলনা মহাসড়ক ও ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় এলাকাবাসী। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় যাত্রীসহ সাধারণের ভোগান্তি বাড়তে শুরু করেছে। এই পথ দিয়ে যাওয়া আসারত যাত্রীসহ সাধারণ মানুষের দিনদিন ভোগান্তি বেড়েই চলছে। বৃহস্পতিবার ভোর থেকে দুটি ইউনিয়নের সীমানাবর্তী হামিরদী বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ডসহ প্রায় ১০টি স্থানে মহাসড়কের রাস্তায় গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এ সময় অবরোধকারীরা জানান, গত ১১৮ বছর...