গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের দিনটি কেমন কাটবে। জ্যোত্যি বিদ্যায় তেমনটাই বলে। তাই আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা এড়ানো যায় বলে মনে করা হয়। তাই আজকের দিনটি আপনার কেমন কাটবে জানুন রাশিফলে মেষ(২১ মার্চ-২০ এপ্রিল): সারাদিন ব্যস্ত থাকবেন, তাই জীবনসঙ্গী একাকীত্ব অনুভব করবেন। ভাই-বোনের হঠাৎ করে সামাজিক স্থিতি উন্নত হবে। নতুন ও পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যা পরবর্তীকালে কাজের সহায়ক হবে। বৃষ(২১ এপ্রিল-২০ মে): আপনার কথা ও কাজের প্রভাব সকলের উপর পড়বে। সকলে আপনার কথা শুনে চলবে। আজ আপনি পুরোনো বিবাদ মিটিয়ে নেবার জন্য মনস্থির করতে পারেন। মিথুন(২১ মে-২০ জুন) : আজ আপনার একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হবে। আটকে থাকা অর্থ ফিরে পেতে পারেন। আজ পারিবারিক জীবন ভালো কাটবে। অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কর্কট(২১ জুন-২০ জুলাই):...