জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ১০২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৪৬ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় ৬৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এদের মধ্যে ১০২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কমে ৫৪৮-এ দাঁড়িয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেয়েদের ১০টি হলের মধ্যে ৯টিতে বিনা ভোটে ৫৬ জন প্রার্থী জয়লাভ করেন। এর মধ্যে বেগম সুফিয়া কামাল হলে ১০ জন, বীর প্রতীক তারামন বিবি হলে ৪ জন, রোকেয়া হলে ৪ জন, প্রীতিলতা হলে ১০ জন, নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৯ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ১ জন, বেগম খালেদা জিয়া হলে ৬ জন, ১৫ নম্বর...