জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে অমর্ত্য রায় জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিকালে চেম্বার বিচারপতি রেজাউল হক এ আদেশ দেন। এর আগে এদিন দুপুরে অমর্ত্যর প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কাল (১১ সেপ্টেম্বর)। নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ থেকে ভিপি পদে প্রার্থী হন অমর্ত্য। কিন্তু জাকসু নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের...