ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) নির্বাচনে জয় পেয়েছে ছাত্রশিবির। বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলো জানাচ্ছে, ৩৩ বছর পর জাকসুতে নির্বাচন হচ্ছে। ভোটগ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে । শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ আসায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। ডাকসুতে বড় জয় পেয়েছে ছাত্রশিবির। এখানেও ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট লড়ছে, ছাত্রদল সমর্থিত প্যানেলও আছে। তাছাড়াও আছে আরো পাঁচটি প্যানেল। এখানে শেষ হাসি কে হাসবে তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর উৎসাহ আছে। জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী মোসাদ্দেকুর মমিন প্রথম আলোকে বলেন, বহু বছর পর জাকসুতে নির্বাচন হচ্ছে।...