সংবাদ সম্মেলন কক্ষে বসে লিটন দাস। মাথার টুপিটা ঠিক আছে কি না, একবার নিশ্চিত হয়ে নিলেন। এশিয়া কাপের কঠিন লড়াই তাঁর সামনে। কিন্তু একটু পর শুরু হতে যাওয়া সংবাদ সম্মেলনও তো আর সহজ হওয়ার কথা নয়। ম্যাচের মতো প্রস্তুতিটা তাই এখানেও নিয়ে নিলেন ভালোভাবেই। পরের মিনিট দশেকের সংবাদ সম্মেলনে লিটনকে কথা বলতে হলো এশিয়া কাপে নিজেদের লক্ষ্য, হংকংয়ের কাছে হারের পুরোনো স্মৃতিসহ নানা বিষয়ে। উঠেছে বাংলাদেশের ছক্কা মারার প্রসঙ্গও। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক ছক্কা মারছে। এ বছর এখন পর্যন্ত টি–টোয়েন্টিতে ১৪ ম্যাচে ১০৯টি ছক্কা মারা বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারায় সবার ওপরে নাম তুলেছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান। ২১ ছক্কা মারা পারভেজকে টপকে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে শীর্ষে উঠেছেন...