পরাজয় দিয়ে এবারে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু করেছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। তবে ঘুরে দাঁড়িয়ে গ্রুপ পর্বের ১০ ম্যাচে ৫টি জয় তুলে নিয়েছে সাকিবের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো প্লে-অফের টিকিট পেয়েছে অ্যান্টিগা। বৃহস্পতিবার (১১ আগস্ট) আগে ব্যাট করতে রেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে ৫ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অ্যান্টিগা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অ্যান্টিগার। দলীয় ৩ রানেই প্রিটোরিয়াসের বলে বোল্ড আন্দ্রেস গুস (১)। ৯ বলে ১৩ করে বিদায় নেন কেভিন উইকহ্যাম। মাঝে ইমরান তাহির ও মঈন আলির ঘূর্ণিতে অল্প সময়ের ব্যবধানে করিমা গোর (০), সাকিব (১) ও শামার স্প্রিংগার (২) আউট হয়ে অ্যান্টিগার হারের...