সম্প্রতি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই।” বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত তার নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা সময় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, “দল আমাকে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন। একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা।” জামায়াতে ইসলামির উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধ হইলো, দেশ স্বাধীন হইলো। কিন্তু জামাতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ। আর এই দ্বন্দ নাকি ভারত লাগিয়েছিল। আমি মুক্তিযুদ্ধের পক্ষে...