খাগড়াছড়ির পানছড়িতে ময়নুল হোসেন ভুট্টো (৩৫) নামে এক যুবকের দুই হাতের কব্জি কটে ফেলেছে সন্ত্রাসীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানছড়ি সদরের দমদম এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার আগে ময়নুল হোসেন ভুট্টো ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। কিছু দূরে গেলে ৫-৬ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা ময়নুল হোসেন ভুট্টোর দুই হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে এলাকাবসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল নেওয়া হয়।আরো...