চার্লি কার্ককে হত্যার ঘটনায় গভীর শোক জানানোর পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খবর বিবিসিট্রাম্প বলেন, চার্লি লাখ লাখ তরুণদের উজ্জীবিত করতেন, তাকে যারা ভালোবাসতেন আজ তার হত্যাকাণ্ডে সবাই শোকাহত এবং আতঙ্কিত। চার্লি একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি তরুণদের নিয়ে উন্মুক্ত বিতর্ক করতেন। তিনি সত্যবাদী এবং স্বাধীনচেতা ছিলেন। তরুণদের মধ্যে এমন কেউ ছিল না যে তাকে সম্মান করত না।ট্রাম্প আরও বলেন, চার্লি একজন গভীর বিশ্বাসী মানুষ ছিলেন। আমরা এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি যে, তিনি ঈশ্বরের কাছে শান্তিতে রয়েছেন। ট্রাম্প বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর যেন তার স্ত্রী-সন্তানদের ভালো রাখেন তার প্রার্থনা করছি।চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনাকে ট্রাম্প আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে মন্তব্য...