দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২৪টি বুথে ভোটগ্রহণের জন্য ৬৭ জন শিক্ষককে পোলিং অফিসার ও সমসংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে সহকারী পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোট শেষে সিনেট হলে গণনা অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। পাশাপাশি, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাকসু নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের সকল গেট বন্ধ থাকবে, শুধু মীর মশাররফ হোসেন হল গেট ও প্রান্তিক...