ডাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দীন খান বলেছেন, আমরা অপরাধের রাজনীতিকরণ করবো না। বুধবার রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি। মহিউদ্দীন লেখেন, ডাকসুতে বিজয়ী হওয়া নারী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ১৯-২০ সেশনের আরেকজন শিক্ষার্থী বলছেন ‘House Sl*ve’। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে পার পাওয়ার সুযোগ নেই। তিনি আরও লেখেন, আমরা অপরাধের রাজনীতিকরণ করবো না। অপরাধীর বিরুদ্ধে আইনি...