১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পার্শ্বে ট্রাফিক পুলিশ বক্সের কাছাকাছি সড়কের পাশেই অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে দুমকি থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,চাঞ্চল্যকর এই ঘটনাটির খবর পেয়ে দুমকি থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের পার্শ্বে পড়ে থাকা যুবকের রক্তমাখা লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে লাশটি লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের আত্মীয় পরিচয়ে একজন যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, আত্মীয়রা থানায় এলে পরিচয়...