চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাহেদ (২৪) আবুতোরাব গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে। ঘটনার পর নুরুজ্জামান পালিয়ে গেছেন। মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, নুরুজ্জামান দুবাইয়ে ছিলেন। গত মে মাসে তিনি দেশে আসেন। শাহেদ তার একমাত্র ছেলে ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, নুরুজ্জামান সম্প্রতি সিলেটের এক নারীকে গোপনে বিয়ে করেন। শাহেদ ও তার মা বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার দ্বিতীয় স্ত্রীকে তিনি বাড়িতে নিয়ে আসেন। বুধবার সন্ধ্যার দিকে শাহেদ ও তার মা বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন।’ ওসি আরও জানান, দ্বিতীয় বিয়ে নিয়ে...