ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এই প্রাণহানি ঘটেছে। দুই বছর আগে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬৫৬ জনের বেশি। খবর আল জাজিরা ও আনাদোলুর। বুধবার গাজাজুড়ে চালানো হামলায় একের পর এক বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পশ্চিম গাজার একটি তাঁবুতে গোলাবর্ষণে অন্তত ১৫ জন প্রাণ হারান, যাদের সবাই বাস্তুচ্যুত পরিবারের সদস্য। এছাড়া টিবা–২ আবাসিক ভবনে হামলায় দুজন নিহত হন। উত্তর-পশ্চিম গাজার নাসের স্ট্রিটে ড্রোন হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের কাছে প্যালেস্টাইন স্কোয়ারে একটি তাঁবুতে হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হন এবং অনেকে আহত হন। একইভাবে শেখ রাদওয়ান এলাকায় একত্রিত হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে নিহত...