বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিন চলছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে হরতাল। হরতালের কারণে বুধবার ভোর থেকেই দূরপাল্লাসহ জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান। টানা হরতালে বাগেরহাট জেলা কার্যত অচল হয়ে পড়েছে। দক্ষিণের অন্তত চার জেলার সঙ্গে বন্ধ আছে সড়ক যোগাযোগ। আসন পুনর্বহালের সমাধানে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আশ্বাস পায়নি আন্দোলনকারীরা। এদিকে, হরতালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি করার গেজেট প্রকাশের পর প্রতিবাদে ফুঁসে ওঠে জেলার নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে হরতালসহ পাঁচদিনের কর্মসূচি দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।...