
ছাত্র-জনতার অভ্যুত্থানে এবার নেপালে সরকারের পতন হয়েছে। বিক্ষুব্ধ জনতা শাসকশ্রেণির তখ্তে-তাউস জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছে। গত মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে যখন কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছিল, তা শুধু একটি সংসদ ভবন জ্বলেপুড়ে ছারখার হওয়ার সাধারণ ছবি নয়। বিষয়টি দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর রাজনৈতিক প্রবণতারই অংশ। ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবং গত বছর (২০২৪) আমাদের দেশে ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদল যেন একই নদীর বয়ে চলা। এ তিন দেশেই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বেকারত্ব, মূল্যস্ফীতি, স্বজনপ্রীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি—এ তিনটি দেশেই গণবিক্ষোভের জন্ম দিয়েছে। একপর্যায়ে যখন জনগণ মনে করেছে যে, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা তাদের কোনো সমাধান দিতে পারছে না; তাই তারা বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ঘটনা এই ইঙ্গিত দেয়, দক্ষিণ এশিয়ার...