ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সবসময়ই থাকে বাড়তি আগ্রহ। ঐতিহাসিকভাবে ডাকসু কেবল ছাত্ররাজনীতির নেতৃত্বই তৈরি করেনি, বরং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণেও একসময় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। স্বাধীনতা সংগ্রাম কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডাকসুর নির্বাচিত নেতৃত্ব মাঠে নেমেছিল সক্রিয়ভাবে। ফলে ডাকসুর নির্বাচনী ফল সবসময় নজর কাড়ে জাতীয় পর্যায়ে। সদ্যসম্পন্ন ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে তাই কতটা প্রভাব ফেলবে- এই প্রশ্ন এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ডাকসুর নির্বাচনী ফল আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব নাও ফেলতে পারে। বরং এটি একটি প্রতীকী নির্বাচন হয়েই থাকতে পারে, যার প্রভাব সীমিত থাকবে মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন- সবক্ষেত্রেই ডাকসুর সক্রিয় নেতৃত্ব জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয়...