অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল বিজয় অর্জিত হয়েছে।বিজয়ী ছাত্রনেতাদের অভিনন্দন। গণতন্ত্র ও মুক্তচিন্তা চর্চার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা প্রায় ছয় বছর পর উপহার দিলেন নতুন ছাত্র নেতৃত্ব। টানা ১৬ বছরের গণতন্ত্রহীন রাষ্ট্রে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের শান্তিপূর্ণ যাত্রা শুরু হলো। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে জাকসু, রাকসু, চাকসু নির্বাচন। এরপরই জাতীয় নির্বাচন অভিমুখে আমাদের সবার সম্মিলিত যাত্রা। গণতন্ত্রের রুদ্ধ দ্বার শক্ত হাতে উন্মুক্ত করার জন্য ডাকসু নেতৃবৃন্দ ও ভোটার সাধারণ শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে শান্তিপূর্ণ, সৌহার্দ ও পরমতসহিষ্ণু পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন প্রত্যাশা দেশবাসীর। অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি জাতীয় নির্বাচনের। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয়...