ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। এপি বলছে, সোমবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে দুটি প্রদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ এবং পর্যটন দ্বীপ বালিতে বন্যা ও ভূমিধস হয়েছে। বালিতে মৃত্যু হয়েছে ৬ জনের। বন্যায় বালির রাজধানী ডেনপাসারের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দাদের পাশাপাশি অনেক পর্যটকও বিপাকে পড়েছেন। শহরটিতে দুটি ভবন...