রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।তবে তাদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম এ তথ্য জানান। প্রাথমিক তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ২৫৫ জন এবং সিনেটে ৬০ জন বৈধ প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩১৫ জন প্রার্থী প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। প্রার্থিতা বাতিলের মধ্যে একজন সহসভাপতি (ভিপি) প্রার্থীও রয়েছেন। কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্যপদে সুজন চন্দ্রের প্রার্থিতা বাতিল...