কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নেমে আসায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। হ্রদে পানির উচ্চতা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে জলকপাটগুলো সাড়ে ৩ ফুট করে খুলে দেওয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এ ছাড়া কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে অপসারিত হচ্ছে। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার উপর চলে যাওয়ায় বুধবার দিবাগত রাত ৩টায় কাপ্তাইয়ের কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট করে খুলে দেওয়া...