ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাদিক কায়েম। তার এই সাফল্যে আনন্দিত পরিবার ও খাগড়াছড়িবাসী। তারা মনে করেন, এ বিজয় ব্যক্তি বিশেষের নয়, যারা সৎ সাহসিকতার সঙ্গে কাজ করেন এ বিজয় তাদের জন্য। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়ি খাগড়াছড়ি সদরের নয়নপুরে। তার বাবার নাম মো. আবুল কাশেম। সাদিক কায়েম খাগড়াছড়ির বায়তুশ শরফ মাদরাসা থেকে দাখিল ও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আরো পড়ুন:ডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্রসারা দেশে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ভিপি-জিএস দুজনই বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্র ছেলের সাফল্যে...