ঢাকা: শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মাধ্যমেই সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভ্যাটিকানের কার্ডিনাল ও আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক প্রতিনিধি জর্জ যাকোব কাভোকাদ। বুধবার রাজধানীর কাকরাইলে রমনা আর্চবিশপ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভ্যাটিকান প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় তারা সফর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কার্ডিনাল কাভোকাদ বলেন, শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মধ্য দিয়েই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে। ভ্যাটিকান প্রতিনিধি দলের সদস্যরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই তারা ঢাকা সফরে এসেছেন।...