নেপালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। জেন-জির নেতৃত্বে চলা আন্দোলনের চাপে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সরে দাঁড়াতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ সহিংসতা। পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্টসহ নানা সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার শিকার হয় কারাগারও। সেখানে আক্রমণ চালিয়ে শত শত বন্দিকে পালাতে সহায়তা করেছে দুর্বৃত্তরা। তবে আন্দোলনের নেতৃত্বে থাকা জেন-জি জানিয়েছে, এসব ধ্বংসযজ্ঞ ও অরাজকতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের অভিযোগ, ‘সুবিধাবাদী’ একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে গতকাল দিনভর ভাঙচুর ও সহিংসতা চালিয়েছে। অরাজক পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা থেকে সেনাবাহিনী আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নেয়। ভোর থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয় দেশজুড়ে। পাশাপাশি সন্ধ্যা থেকে আজ...