অতীত সরকারের নেওয়া বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৪০০ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে।একই সঙ্গে বাড়ছে ঋণের সুদ পরিশোধের চাপও। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এ চাপ আরও বাড়বে। এ ছাড়া আগামী বছর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর পর বাড়বে ঋণের সুদ হারও। অবশ্য এলডিসি গ্র্যাজুয়েশনের পর অন্তত চার বছর সময় পাবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচন কমিশন। ফলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচিত নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে। এতে করে এই বিদেশি ঋণ পরিশোধের চ্যালেঞ্জ বাড়বে নির্বাচিত নতুন সরকারের ঘাড়েও। অর্থবিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এ ছাড়া বাংলাদেশ এখন...