কোরআন নবী করিম (সা.)-এর উত্তম আদর্শকে আমাদের জন্য অনুপম শিক্ষা হিসেবে সমুজ্জ্বলভাবে তুলে ধরেছে। তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, স্বভাবে ছিলেন সবচেয়ে কোমল, আল্লাহর কাছে ছিলেন সবচেয়ে সম্মানিত এবং ইবাদতে সবচেয়ে অগ্রগামী।আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। ’ (সুরা : কলাম, আয়াত : ৪)দীর্ঘ একটি হাদিসে আয়েশা (রা.) নবী করিম (সা.)-এর চরিত্র বর্ণনা করেছেন। সাদ ইবনে হিশাম যখন মদিনায় এসে তাঁর কাছে নবীর চরিত্র সম্পর্কে জানতে চাইলেন, তিনি বলেন, ‘তুমি কি কোরআন পড়ো না?’ তিনি জবাব দিলেন : ‘জি, পড়ি। ’ তখন আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.)-এর চরিত্র ছিল কোরআন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৫১২)এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) বলেন, রাসুল (সা.) ছিলেন সদাচারী, আর তাঁর জীবন ছিল কোরআনের পূর্ণ প্রতিফলন।আল্লামা মুনাওয়ি (রহ.) বলেন, ‘অর্থাৎ...