১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম মার্কিন রাজনীতিতে 'আমেরিকা ফার্স্ট' খ্যাত আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা চার্লি কার্ক (৩১) বুধবার (১১ সেপ্টেম্বর) ইউটা কাউন্টিতে ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আততায়ীর স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে ওঠার প্রায় ২০ মিনিট পর তার গলায় আততায়ীর গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিশ্চিত করেছে। আচশ্চর্যজনকভাবে, কার্ক তখন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক গণগুলিবর্ষণ নিয়ে বক্তব্য রাখছিলেন। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ শোক জানিয়ে লিখেছেন, “মহান— কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়ের কথা কেউ চার্লির মতো বুঝতে পারেনি। তিনি সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন, বিশেষত আমার। মেলানিয়া এবং আমি গভীর সমবেদনা জানাই...