দীর্ঘ বিরতির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের ভোটগ্রহণ। প্রায় ৩৩ বছর পর আয়োজিত এ নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্রশিবির, বামপন্থি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত আটটি প্যানেল। এবার মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭২৮ জন ছাত্রী। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, যা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার এক ব্রিফিংয়ে জাকসু নির্বাচন কমিশন সার্বিক আয়োজনের চিত্র তুলে ধরে। শিক্ষার্থীদের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ২১টি হল। এর মধ্যে ছাত্রদের হলে ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন...