জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখা, সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।এতে বলা হয়, গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ করছি আজকে সকাল থেকে অনুষ্ঠেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের দৃঢ় আহ্বান- ১. সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা। এ ছাড়া নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষভাবে হ্যান্ডেল করা, যাতে কোনো দল বিশেষ সুবিধা পেতে না পারে। ২. যে কোনো অভিযোগের বিষয়ে উপযুক্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। ৩. একটি অবাধ, সুষ্ঠু...