ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো নিরঙ্কুশ বিজয় পেল ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচন কেন্দ্র করে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, কিছু পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। মঙ্গলবার প্রায় দিনব্যাপী একটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ডাকসুর ৩৮তম এ নির্বাচনের সবচেয়ে বড় ইতিবাচক দিকটি হচ্ছে, ভোটদানে ভোটারদের স্বতঃস্ফূর্ত উৎসাহ ও অংশগ্রহণ এবং সেখানে কোনো রকমের সংঘর্ষ-মারামারির মতো অপ্রীতিকর ঘটনা না ঘটা। এজন্য আমরা এ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সবার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রার্থী ও শিক্ষার্থীকে সাধুবাদ জানাই। কেননা, স্থানীয়-জাতীয় যে কোনো পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণ করতে হলে এ সহাবস্থান ও সহিষ্ণুতার পরিবেশ অত্যন্ত জরুরি। একই সঙ্গে এ নির্বাচনের নবনির্বাচিত সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই।এবার ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে...