নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভে দুই দিনে কমপক্ষে ২৫ জন নিহত ও ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সহিংসতায় সরকার পতনের পর সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, কাঠমান্ডুতে বুধবার সেনারা সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। টানা দুই দিনের সহিংস বিক্ষোভে সরকার পতনের পর শহরে সেনা মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা সরকারি ভবনে আগুন দেওয়ায় এ পদক্ষেপ নেয় সেনারা। এদিকে বুধবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে। তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। এর আগে গত সোমবার...