বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘কেন্দ্রীয় সংসদে আমাদের ফল প্রত্যাশিত না হলেও হলগুলোতে, বিশেষ করে মেয়েদের হলে আমরা এগিয়ে আছি।’ছেলেদের ১৩ হলে যারা হলেন ভিপি-জিএস: সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহ; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি আহসান হাবীব, জিএস খালেদ হাসান; শহীদুল্লাহ হলের ভিপি তারেকুল ইসলাম তারেক, জিএস তাওকির হাসান; অমর একুশে হলের ভিপি রবিউল ইসলাম, জিএস মোহাম্মদ রবিউল ইসলাম; ফজলুল হক মুসলিম হলের ভিপি খন্দকার আবু নাঈম, জিএস ইমামুল হাসান; বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না, জিএস আশিক বিল্লাহ; মুহসীন হলের ভিপি সাদিক শিকদার, জিএস রাফিদ হাসান সাফওয়ান; এ এফ রহমান হলের ভিপি রফিকুল ইসলাম, জিএস হাবিব উল্লাহ; কবি জসিমউদদীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী, জিএস মাসুম আব্দুল্লাহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...