কিন্তু সমস্যা অন্য জায়গায়। মানুষ কেন যেন এখনও ঠিক আস্থায় নিতে পারছে না যে দেশে একটা সত্যিকারের নির্বাচন হবে। যার কারণে রাজনীতির মাঠে নির্বাচনকেন্দ্রিক আলাপ জোরদার থাকলেও গ্রামের সাধারণ মানুষের মাঝে টং দোকানের নির্বাচনি চা এখনও জমতে শুরু করেনি। এর মানে এই নয় যে জনগণ নির্বাচন চায় না। বরং উল্টো। ২০০৮ সালের নির্বাচনের পর সতের বছর ধরে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি সত্যিকারের নির্বাচন অন্যতম প্রধান চাওয়ায় পরিণত হয়েছে। তাহলে কেন এই আশা-আকাঙ্ক্ষার অবণিবনা দৃশ্যমাণ হচ্ছে? আমাদের মনে আছে, খুবই মনে আছে, গতবছর অগাস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপর নির্বাচন নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করতেন, তখন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই বেশ ক্ষেপে যেতেন। বলতেন, তারা শুধু নির্বাচনের জন্য সরকারে আসেননি। আরও অনেক দায়িত্ব নিয়ে এসেছেন, দায়িত্ব শেষ করেই চলে...