হতাশা কাটিয়ে জেলেদের জালে ইলিশ মিললেও দাম রয়েছে ক্রেতার নাগালের বাইরে। উচ্চ মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা থাকলেও মধ্যম মধ্যবিত্ত জাটকা খেয়েই ইলিশের স্বাদ পূরণ করছে। আর স্বল্প আয়ের ভরসা পচা-কাটা ইলিশে। ইলিশের রাজধানীখ্যাত মহিপুর-আলীপুর-কুয়াকাটা মৎস্য বন্দরের ইলিশের এমন ঊর্ধ্বমূল্যের প্রভাব পড়েছে দক্ষিণাঞ্চলের খুচরা বাজারে। এতে হতাশ ইলিশপ্রেমী এ অঞ্চলের মানুষ। এ জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। তবে মাছের অপর্যাপ্ততা, ইলিশ আহরণের বাড়তি খরচ, বৈরী আবহাওয়া, রপ্তানিসহ উচ্চ ক্রেতা চাহিদাকে দায়ী করেছেন ট্রলার মালিকসহ আড়তদাররা। সরেজমিনে গতকাল বুধবার সকালে মহিপুর-আলীপুর-কুয়াকাটার ইলিশের বাজার ঘুরে দেখা যায়, ১৬ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ জাটকা ইলিশ। ৬শ থেকে ৯শ গ্রামের ইলিশ প্রতি মণ ৫০ থেকে ৬০ হাজার টাকা, ১ কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৭৫ হাজার টাকা দরে বিক্রি...