প্রতিবছর হওয়ার কথা থাকলেও প্রায় ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত । বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় জাকসু নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার হয়েছে বলে জানিয়ে কর্তৃপক্ষ। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২১টি হলকে ভোটকেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে তৈরি করা হয়েছে ২২৪টি বুথ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ৬৭ জন পোলিং অফিসার এবং কর্মকর্তাদের মধ্য থেকে ৬৭ জন সহায়ক পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সিনেট...