ঢাকার সার্ক ফোয়ারা মোড়সংলগ্ন ‘পান্থকুঞ্জ পার্ক’ ও হাতিরঝিলের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে বিনোদন ও অন্য উদ্দেশ্যে জনসাধারণের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণে ওই পার্ক ও জলাধারের উন্মুক্ত স্থানে নির্মাণের বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর এ নির্দেশনা এসেছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেয়। ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিলের যে অংশে কাজ চলছিল সেই অংশে এবং পান্থকুঞ্জে কোনো ধরনের কার্যক্রম চলবে...