সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। দুদকের অভিযানে দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের নথিপত্রও তারা খতিয়ে দেখেন। অভিযানকারী দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছেÑ হাসপাতাল জুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ের জনবলে অনিয়ম, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা, রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়া, রোগীদের নির্ধারিত খাবারের চেয়ে কম দেওয়া, আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন মাসের পর মাস আটকে রেখে তাদের কাছ থেকে টাকা নেওয়া। এছাড়া হাসপাতালের...