বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ মে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী সময়ে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। গত বছরের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক...