মাত্র ১৩ বছরের ক্যারিয়ারে নানান স্বাদের ছবি উপহার দিয়েছেন আলিয়া ভাট। কখনো অভিনয়ে মুগ্ধ করেছেন, কখনো আবার সাহসী চরিত্রে চমকে দিয়েছেন। প্রযোজক হিসেবেও নতুন ভ্রমণ শুরু করেছেন এই বলিউড অভিনেত্রী। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজেকে বদলে ফেলতে চাইছেন এই তারকা। এমন এক চলচ্চিত্র জগৎ নির্মাণ করতে চান, যেখানে একদিন তাঁর আদরের মেয়ে রাহাও আনন্দ খুঁজে পাবে। এক ভিডিও সাক্ষাৎকারে আলিয়া স্বীকার করেছেন, এখনো তাঁর ঝুলিতে এমন কোনো ছবি নেই যা ছোট্ট রাহা উপভোগ করতে পারবে। হয়তো এ ভাবনা থেকে, মা হওয়ার পরই তিনি কমেডি ঘরানার ছবির প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। আগে এ ধারার ছবিতে কাজ করেননি। তাঁর ভাষ্যে, ‘মানুষকে এমন কিছু করতে হবে, যা নিজেকেই অনুপ্রাণিত করে। আর সে কারণেই নতুন কিছু চেষ্টা করার তাগিদ পাচ্ছি।’ ধারণা করা হচ্ছে, শিগগিরই...