স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি ৮০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের তথ্যমতে, স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার লেক্সিকোন মার্চেন্ডাইস অ্যান্ড টেকনোক্রেটের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠু নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৭৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকার সম্পদ পাওয়া যায়। এ ছাড়া তিনি পারিবারিক ব্যয় করেন ৭১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা। দুদকের অনুসন্ধানে পারিবারিক ব্যয়সহ মোট ১৪৭ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ১৭২ টাকা অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৭১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৭৩৫ টাকা অর্জনের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়। বাকি ৭৫ কোটি ৮০ লাখ ৭৭ হাজার...