মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী। তিনি বলেন, ‘অনেক সাবেক মন্ত্রী-এমপি জনতার দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু তাদের আমরা দলে নিইনি। কারণ তাদের অতীত বিতর্কিত। তারা বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল।’ গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী বলেন, ‘ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল, তারা পরাজিত হয়েছে। ১০ বছর পরপর আমাদের দেশে একটি রাজনৈতিক দল আসে এবং ঝাঁটা পেটা করে বের হয়। এ রাজনীতি করে কোনো লাভ নেই। আমি মন্ত্রী হলাম, এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর সরকারের সঙ্গে আমাকে...