৩৩ বছর আগে সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন হয়েছিল। এবারের নির্বাচনটি ঐতিহাসিক। এ নির্বাচন আয়োজন করতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা হলো? কামরুল আহসান: দীর্ঘ সময় গণতন্ত্রের অনুপস্থিতির কারণে আমরা সর্বস্তরে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা তাগিদ অনুভব করি। আমাদের সৌভাগ্য যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেষ্টা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হচ্ছে, জাকসু তার মধ্যে অন্যতম। সে কারণে জাকসুর আলোচনা যখনই আসছে, দীর্ঘ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমি এটা বড় প্রাপ্তি মনে করেছি। বিষয়টা যে খুব সহজ ছিল, তা নয়। শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানে কিন্তু দলমত–নির্বিশেষে সবাই প্রাণ দিয়েছে। তাদের এই যে ত্যাগ, তার বিনিময়ে আমরা দেখেছি যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা পরিবেশ তৈরি হয়েছে এবং দেশের রাজনৈতিক দলের নেতা-কর্মী, যাঁরা জুলুমের শিকার হয়েছেন, তাঁরা মুক্তি পেয়েছেন। শিক্ষার্থীদের অগ্রভাগে থাকা এই আন্দোলনটি বিভিন্ন রাজনৈতিক দল,...