বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)তে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী বিএমইউ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নেন।ওয়াক দ্যা টক শীর্ষক এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি), বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগ বিদ্যা বিভাগ। সমাবেশে সচেতনতামূলক র্যালি, ফটো প্রদর্শনী, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন বিশেষজ্ঞরা।অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিপিএর মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটির (বিএমএসএস) সভাপতি ড. ইফতেখার আহমেদ সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর মনোরোগ...