কক্সবাজারের রামুর ঈদগড়ে মাদকাসক্ত চাচার হাতে চার বছর বয়সী ভাতিজি খুন হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর রাইসা মনি রাহী (৪) ঈদগড়ের ৫ নম্বর ওয়ার্ড উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে। ঘাতক নুরুল হাকিম (২৫) শিশুটির আপন চাচা। নিহতের পরিবার জানায়, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতো। বুধবার বিকেলেও মাদক সেবনের টাকা দাবি করে। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠোনে খেলারত ভাতিজি রাহীকে দা দিয়ে কোপ...