‘এই হংকং দলের বিপক্ষে বাংলাদেশের ২০০ রান করা উচিত’, নিজস্ব ইউটিউব চ্যানেলে এমনই বিশ্লেষণ বাংলাদেশের একজন ক্রিকেট বিশেষজ্ঞের। উচিত তো অনেক কিছুই, তবে খেলার মাঠে সবকিছু তো আর ঐকিক নিয়মে হয় না! হলে তো ২০১৪ সালে চট্টগ্রামে হংকং-এর কাছে হারতে হতো না বাংলাদেশকে। তারকাখ্যাতি এবং পরিসংখ্যান, সব মানদ-েই ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের দলটি এগিয়েই ছিল এশিয়া কাপে খেলতে যাওয়া বর্তমান বাংলাদেশ দলের চেয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ এমনকি নাসির হোসেন, রুবেল হোসেন আর চিরকালীন আক্ষেপের নাম হয়ে থাকা সাব্বির রহমানও ছিলেন সেই দলে। তারপরও হংকং-এর বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করে ১৬.৩ ওভারের বেশি টেকেনি, অলআউট হয় ১০৮ রানে। যে ম্যাচটা হংকং জিতে যায় ২ উইকেটে। ‘সুবাসিত বন্দর’ (চীনা ভাষায় হংকং শব্দের এটাই মানে) এর প্রতিপক্ষের বিপক্ষে...