চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রশিবিরের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রশিবির। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলায় সদর এলাকার জয়কালী হাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের সন্ত্রাস ও নানা অপকর্মের বিরুদ্ধে স্লোগান দেয়।সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ছাত্রশিবির জেলা পশ্চিমের সেক্রাটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেছে ছাত্রদল। এদেশের ছাত্রজনতা পুরাতন রাজনীতি পেশিশক্তির রাজনীতি পরিহার করেছে ৫আগস্ট। কিন্তু বন্ধু সংগঠন...